ওমরাহ পালনের নিয়ম

ওমরাহ পালনের নিয়ম | পুরুষ ও মহিলাদের ওমরাহ পালনের নিয়ম

ওমরাহ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা মক্কা মুকাররমায় কাবা শরীফ ঘিরে পালন করা হয়। হজের মতো এটি নির্দিষ্ট সময়ে নয়; বরং বছরের যে কোনো সময়ে পালিত হয়। মুসলমানদের জন্য ওমরাহ আল্লাহর নৈকট্য লাভ, আত্মার পরিশুদ্ধি এবং গুনাহ মোচনের এক বিশেষ সুযোগ।

এই লেখায় আমরা ওমরাহ করার নিয়ম, ফজিলত, ফরজ, ওয়াজিব ও সুন্নত, পুরুষ-মহিলাদের আলাদা নির্দেশনা এবং মক্কা-মদিনা থেকে ওমরাহ করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ওমরাহ প্যাকেজসমূহ ওমরাহ পালনের নিয়ম | পুরুষ ও মহিলাদের ওমরাহ পালনের নিয়ম

ওমরাহ করার সঠিক নিয়ম

ওমরাহ পালনের নিয়ম ধাপে ধাপে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত। প্রথম ধাপ হলো ইহরাম। মীকাত সীমায় পৌঁছানোর আগে অবশ্যই গোসল বা অজু করে ইহরামের পোশাক পরিধান করতে হয়। পুরুষদের জন্য এটি দুটি সাদা সেলাইবিহীন কাপড়—একটি কোমরে, অন্যটি কাঁধে। মহিলাদের জন্য নির্দিষ্ট কোনো রঙ বা কাপড় বাধ্যতামূলক নয়, তবে শালীন পোশাক পরা এবং মুখ খোলা রাখা শর্ত। ইহরাম বাঁধার সময় নিয়ত করে বলতে হয়:

لَبَّيْكَ اللَّهُمَّ عُمْرَةً
“হে আল্লাহ! আমি ওমরাহর নিয়ত করলাম।”

এরপর তালবিয়া পাঠ শুরু হয়:

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْك، لَا شَرِيكَ لَكَ

ইহরাম অবস্থায় অনেক বিষয় হারাম হয়ে যায়, তাই মীকাত পেরোনোর আগেই পূর্ণ ইচ্ছা (নিয়ত) ও “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…” বলে ইহরামে প্রবেশ করতে হবে। মক্কায় পৌঁছে মসজিদুল হারামে ডান পা দিয়ে প্রবেশ করে দোয়া পড়তে হয় এবং কাবা শরীফ দেখেই আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়।

এরপর শুরু হয় তাওয়াফ—কাবা শরীফের চারপাশে সাত চক্কর। প্রথম তিন চক্করে পুরুষরা হালকা দৌড় (রমল) করবেন এবং বাকিগুলো স্বাভাবিকভাবে সম্পন্ন করবেন। তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের কাছে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত।

পরবর্তী ধাপ হলো সাফা-মারওয়া সাঈ—সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়া পর্যন্ত সাতবার সাঈ করা। সবুজ চিহ্নিত স্থানের মাঝে পুরুষরা দৌড়ে যাবেন। সাঈ শেষে তাহল্লুল (চুল কাটা বা মুন্ডন) করে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হতে হয়। পুরুষদের জন্য মাথা মুন্ডন উত্তম, মহিলারা সামান্য চুল ছেঁটে নেবেন।

ওমরাহ করার ফজিলত

ওমরাহ আল্লাহর নৈকট্য লাভের একটি বড় মাধ্যম। রাবী (রাঃ) থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“একটি উমরাহ পরবর্তী উমরাহ পর্যন্ত ঐ দুয়ের মধ্যবর্তী সময়ে কৃত পাপরাশির জন্য কাফফারা (মোচনকারী) হয়। আর ’মাবরূর’ (বিশুদ্ধ বা গৃহীত) হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।” (বুখারী ১৭৭৩, মুসলিম ৩৩৫৫)

অন্য হাদিসে আছে,

“হজ্জ ও উমরাহ পরপর করো, কেননা এ দুটো দারিদ্র্য ও গুনাহ দূর করে দেয়, যেমন কামারের ধোঁয়া লোহাকে ময়লামুক্ত করে।” (নাসাঈ ২৬৩০, তিরমিযি)

রমজানে ওমরাহ করলে হজের সমান সওয়াব পাওয়া যায়। ওমরাহ মানুষের অন্তরের পাপ ধুয়ে দেয়, জীবনে বরকত আনে এবং ইমানকে দৃঢ় করে। অনেক আলেম বলেন, সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার ওমরাহ করা উচিত, যদিও এটি হজের মতো ফরজ নয়।

ওমরার ফরজ, ওয়াজিব ও সুন্নতসমূহ

ওমরার ফরজ

ইসলামি পরিভাষায় ফরজ সেই সমস্ত অপরিহার্য কাজ যা ব্যতীত ইবাদত সহীহ (বৈধ) হয় না। ওমরাহ পালনের ক্ষেত্রেও ফরজ রয়েছে, যেগুলো করতে ব্যর্থ হলে ওমরাহ শুদ্ধ হবে না। এর সংখ্যা দুইটি:

  1. ইহরাম গ্রহণ: নির্ধারিত মীকাত সীমান্তে পৌঁছার পূর্বেই ওমরাহর নিয়ত করে ইহরামের অবস্থায় প্রবেশ করা।
  2. কাবা শরীফের তাওয়াফ: কাবা শরীফের চারদিকে সাত চক্কর ঘোরা ওমরাহর দ্বিতীয় ফরজ কাজ। তাওয়াফ ছাড়া ওমরাহ সম্পূর্ণ হয় না।

ওয়াজিব

ওয়াজিব সেই সকল কাজ যা ওমরাহ পালনকালে অবশ্য পালনীয়, তবে ফরজের মতো নয়। কোনো ওয়াজিব কাজ ছুটে গেলে ওমরাহ বাতিল না হলেও کفّارة (ক্ষতিপূরণ) স্বরূপ নির্ধারিত দম (পশু কোরবানি) দিতে হয়। ওমরাহর ওয়াজিব কাজ মূলত দুইটি:

  1. সাফা-মারওয়ায় সাঈ করা: কাবা তাওয়াফের পর সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যে সাতবার দ্রুত পদক্ষেপে চলা বা দৌড়ানো ওমরাহর একটি আবশ্যিক অংশ। হাজেরা (আ.) এর স্মৃতিবিজড়িত এই কাজটি নবী (সা.) নিজে পালন করেছেন এবং সাহাবীদেরও করতে বলেছেন।
  2. চুল কাটা বা মুন্ডন: ইহরাম অবস্থার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে মাথার চুল ফেলে দিতে হয়। পুরুষরা সম্পূর্ণ মাথা মুণ্ডন করা বা চুল ছোট করবেন, আর নারীরা চুলের কিছু অংশ কেটে নেবেন।

সুন্নত

সুন্নত হলো এমন কাজ যা করলে সওয়াব, না করলে গুনাহ নেই, তবে ওমরাহর সৌন্দর্য বাড়ায়। যেসব সুন্নত কাজ রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরাম নিয়মিত পালন করেছেন:

  1. ইহরামের পূর্ব প্রস্তুতি
  2. তালবিয়া পাঠ করা
  3. তাওয়াফ করা
  4. সাঈ করা
  5. জমজম পানি পান
  6. অন্যান্য মোস্তাহাব কাজ

এই বিষয় আরও বিস্তারিত জানতে পড়ুন - “ওমরার ফরজ ও ওয়াজিবসমূহ

পুরুষ ও মহিলাদের ওমরা পালনের নিয়ম

পুরুষদের নিয়ম

পুরুষদের জন্য ইহরামের পোশাক ও আচরণে কিছু বিশেষ নিয়ম রয়েছে। ইহরাম অবস্থায় মাথা ঢাকা যাবে না এবং পায়ে সেলাইযুক্ত জুতা পরা যাবে না। তাওয়াফের প্রথম তিন চক্করে দ্রুত হাঁটা এবং সাঈয়ের সময় সবুজ দাগের মাঝে দৌড়ানো পুরুষদের জন্য সুন্নত। তাহল্লুলে সম্পূর্ণ মাথা মুন্ডন করা উত্তম।

মহিলাদের নিয়ম

মহিলাদের ইহরামের জন্য নির্দিষ্ট পোশাক নেই, তবে শরীয়তসম্মত হিজাব মানতে হবে। মুখ ও হাত খোলা রাখতে হবে, কিন্তু দেহ ঢেকে রাখতে হবে। তাওয়াফ ও সাঈয়ের সময় ভিড় এড়িয়ে চলা, ইবাদতে মনোযোগী থাকা এবং তাহল্লুলে চুলের সামান্য অংশ কাটা মহিলাদের নিয়মের অন্তর্ভুক্ত।

মক্কা ও মদিনা থেকে ওমরা করার নিয়ম

মক্কায় অবস্থানরত কেউ নতুন করে ওমরাহ করতে চাইলে প্রথমে হারাম এলাকার বাইরে গিয়ে ইহরাম বাঁধতে হবে। মসজিদে তানইম, যা আয়েশা মসজিদ নামেও পরিচিত, হলো সবচেয়ে নিকটবর্তী স্থান। সেখানে গিয়ে ইহরামের নিয়ত করে তালবিয়া পাঠ করে মক্কায় ফিরে এসে ওমরাহ শুরু করতে হয়।

মদিনায় অবস্থানরত কেউ ওমরাহ করতে চাইলে জুল হুলাইফা (আবিয়ার আলী) মীকাতে গিয়ে ইহরাম বাঁধতে হবে। এরপর নিয়ত ও তালবিয়া পাঠ করে মক্কায় এসে ওমরাহ পালন করতে হবে।

আপনার ওমরাহ সফরের বিশ্বস্ত সঙ্গী: হলি হজ এন্ড ওমরাহ

হজ ও উমরাহ সেবাদানকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান হলি হজ এন্ড ওমরাহ

ওমরাহ সফরে একজন বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন। হলি হজ এন্ড ওমরাহ, বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হজ ও উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান, যারা আপনাকে সঠিক দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করে। আপনার ইবাদতকে সহজ ও সুন্দর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেবাসমূহ:

ওমরাহ বুকিংয়ের জন্য কল: ০১৮৪৪৫০৯১৯৯

ওমরাহ পালনের নিয়ম সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

ইহরাম গ্রহণ, তাওয়াফ, সাঈ এবং চুল কেটে ইহরাম মুক্ত হওয়া—এ চার ধাপ ওমরাহর মূল নিয়ম।

হানাফি মতে প্রাপ্তবয়স্ক মহিলার জন্য মাহরাম ছাড়া ওমরাহ জায়েজ নয়।

তাহল্লুল ছাড়া ওমরাহ সম্পূর্ণ হয় না, ইহরামের বিধি-নিষেধ বহাল থাকে।

“লাব্বাইকা আল্লাহুম্মা উমরাহ” — অর্থাৎ “হে আল্লাহ! আমি ওমরাহর নিয়ত করলাম।”

সাধারণত কয়েক ঘণ্টায় সম্পন্ন হয়, তবে যাতায়াতের সময় অনুযায়ী ভিন্ন হতে পারে।

Our Affiliations ( Flight )
  • kuwait
  • emirates
  • saudia
  • biman
  • qatar
  • Air Arabia Logo
Our Affiliations ( Hotels )
  • raffles
  • inter continental
  • conrad
  • hilton
  • sahaza
  • Hyatt logo