Skip to main content
 
 
Umrah - FAQs Banner

বাংলাদেশ থেকে প্রচলিত উমরাহ, ভিসা, প্যাকেজ, প্রাইস ও এজেন্সি সম্পর্কিত প্রায় সকল প্রশ্ন - জিজ্ঞাসা ও তার উত্তরসমূহ

এটা স্বীকার করেত দ্বিধা নেই যে, বাংলাদেশ থেকে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় জিয়ারত উদ্যেশ্যে ওমরা ভিসা, বিমান টিকেট, হোটেল বুকিং সহ নানা সেবা নিয়ে স্বদেশীয় ভাই বোনেদের নানাপ্রকার প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে। এসকল প্রশ্নের উত্তর সাধারনত এজেন্সি কিংবা পরিচিত শ্রদ্ধাভাজন আলেম ওলামাদের থেকে কমবেশী পাওয়া যায়। আমাদের সম্মানিত ওমরা হাজী ও সকল ক্লাইন্টদের জ্ঞাতার্থে নিম্নে আমরা ওমরা সংশ্লিষথ্ট কমন কিছু প্রশ্ন উত্তর দেয়ায় সচেষ্ট থাকবো।

ওমরা প্যাকেজ সংক্রান্ত কিছু কমন প্রশ্ন এবং তাদের উত্তর নিম্নে দেওয়া হলো:

  1. ওমরা প্যাকেজ কী?

    • ওমরা প্যাকেজ হলো বাংলাদেশ থেকে কোন নাগরিক পবিত্র মক্কা ও মদিনা শহরে উমরার জন্য ভ্রমনে ইচ্ছুক হাজীদের জন্য সৌদি আরবের ওমরা ভিসা প্রসেসিং, আসা যাওয়া বিমান ভাড়া, হোটেল আবাসন ও যাতায়াত সহ নানাধরনের সুযোগ সুবিধা সংশ্লিষ্ট একটা সমন্বিত উদ্যোগ। যা নির্দিষ্ট সময়ের জন্য একজন বাংলাদেশি নাগরিকের মক্কা মদিনা যাত্রা সহজতরো করে।।
  2. ওমরা প্যাকেজ কেন প্রয়োজন?

    • সৌদি সরকারের নতুন নিয়ম অনুসারে যদিও উমরা হজ্জের জন্য বিশেষ বিধিনিষেধ নেই, তথাপিও পবিত্র মক্কা মদিনা শহরে আপনার আবাসন, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, জিয়ারত ও সংশ্লিস্ট যেকোন ট্রান্সপোর্টেশন, খাবার দাবার সহ সকল আয়োজন সহজ, উপভোগ্য ও হেসেল-ফ্রি করতে নির্ভরযোগ্য কোন এজেন্সির মাধ্যমে ওমরা প্যাকেজ সিলেক্ট করা খুবই সাশ্রয়ী ও চমৎকার আইডিয়া।
  3. ওমরা প্যাকেজের আবেদন প্রক্রিয়া কি?

    • ওমরা প্যাকেজের আবেদন প্রক্রিয়া অনলাইন বা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে সাবমিট করতে হয়। আবেদনকারী সঠিক সাপ্তাহিক/মাসিক ইনকাম প্রত্যাহার করে ওমরা প্যাকেজ প্রাপ্ত করতে পারে।
  4. ওমরা প্যাকেজের জন্য কে-কে আবেদন করতে পারে?

    • ওমরা প্যাকেজের জন্য আবেদন করতে হলে আপনার ইনকামের বিভিন্ন স্তরের সংম্পর্কে নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে হবে। সময়ের জন্যে আবেদনের যে কে-কে সময় নির্ধারণ করে তা সরকারের নীতির অধীনে পরিপর্তন হতে পারে।
  5. ওমরা ভিসার সময়কাল কতদিন?

    • সাধারনত ওমরা ভিসার মেয়াদকাল ৩০ দিন। তবে আপনাকে ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের ২ সপ্তাহের মধ্যে অবশ্যই ওমরা করতে হবে।
  6. ওমরা ভিসা প্রসেসিং টাইম কতদিন?

    • ডকুমেন্টস সহ সমস্ত নীয়ম যথাযথভাবে পালন করে এপ্লিকেশন করলে ওমরা ভিসা প্রসেসিংয়ে খুব বেশী সময় লাগেনা। এটা ৩ থেকে ৫ কর্মদিবসেই সম্পন্ন হতে পারে।
  7. ওমরা ভিসা পেতে হলে কি কি ডকুমেন্টস লাগে?

    • যথাযথভাবে পুরন করে ওমরা ভিসা এপ্লিকেশন ফরম জমা দিতে হবে
    • রিসেন্ট এক কপি পাসপোর্ট সাইজ ছবি, যার ব্যাকগ্রাউন্ড সাদা
    • সাবমিশনে তারিখ থেকে মিনিমান ৬মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট
    • নন-রিফান্ডেবল ফ্লাইট টিকেট
    • প্রয়োজনে, কোভিড সার্টিফিকেট থাকতে হবে।
  8. ওমরা করতে কোন ট্রাভের রেস্ট্রিকশন আছে কি?

    • সৌদি সরকারের ইস্যুকৃত ই-ভিসা সংগে থাকলে ওমরা করতে কোনপ্রকার ট্রাভেল রেস্ট্রিকশন নাই। উমরাহ যাত্রী সৌদির যে কোন এয়ারপোর্ট থেকে মক্কা মদিনায় ভ্রমন করতে পারবেন।
  9. ওমরা করতে কোন ট্রাভের রেস্ট্রিকশন আছে কি?

    • সৌদি সরকারের ইস্যুকৃত ই-ভিসা সংগে থাকলে ওমরা করতে কোনপ্রকার ট্রাভেল রেস্ট্রিকশন নাই। উমরাহ যাত্রী সৌদির যে কোন এয়ারপোর্ট থেকে মক্কা মদিনায় ভ্রমন করতে পারবেন।
  10. বাংলাদেশ থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওমরা করতে কেমন খরচ লাগতে পারে?

    • বাংলাদেশ থেকে একজন প্রাপ্তবয়স্ক নারী কিংবা পুরুষের ওমরা করতে জনপ্রতি সর্বনিম্ন আনুমানিক ১১৫০০০ থেকে ২৫০০০০ টাকা খরচ পরতে পারে। আসলে খরচ নির্ভর করবে আপনি ডিরেক্ট নাকি ট্রান্জিটে এয়ার টিকেট কাটবেন, কোন ধরনের হোটেলে থাকবেন, কোন ধরনের সেবা নেবেন, কোথায় কোথায় জিয়ারত করবেন এসব সেবার উপর।
    • এছাড়াও বছরের বিভীন্ন সিজনেও ওমরার খরচ কমবেশী হতে পারে। যেমন ধরুন, রমজানের শেষ দিনগুলোতে ওমরার খরচ অন্যান্য সময়ের চেয়ে কম করে হলেও ১৫০০০ টাকা বেড়ে যাবে।
    • এছাড়াও বাচ্চা ও শিশুদের উমরা খরচ প্রাপ্তবয়স্কদের তুলনায় কম।
    • যে হোটেলে থাকবেন সে হোটেলের রুমপ্রতি বেডের সংখ্যার উপরেও খরচ কমবেশী হবে।
  11. বাংলাদেশ থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওমরা করতে কেমন খরচ লাগতে পারে?

    • বাংলাদেশ থেকে একজন প্রাপ্তবয়স্ক নারী কিংবা পুরুষের ওমরা করতে জনপ্রতি সর্বনিম্ন আনুমানিক ১১৫০০০ থেকে ২৫০০০০ টাকা খরচ পরতে পারে। আসলে খরচ নির্ভর করবে আপনি ডিরেক্ট নাকি ট্রান্জিটে এয়ার টিকেট কাটবেন, কোন ধরনের হোটেলে থাকবেন, কোন ধরনের সেবা নেবেন, কোথায় কোথায় জিয়ারত করবেন এসব সেবার উপর।
    • এছাড়াও বছরের বিভীন্ন সিজনেও ওমরার খরচ কমবেশী হতে পারে। যেমন ধরুন, রমজানের শেষ দিনগুলোতে ওমরার খরচ অন্যান্য সময়ের চেয়ে কম করে হলেও ১৫০০০ টাকা বেড়ে যাবে।
    • এছাড়াও বাচ্চা ও শিশুদের উমরা খরচ প্রাপ্তবয়স্কদের তুলনায় কম।
    • যে হোটেলে থাকবেন সে হোটেলের রুমপ্রতি বেডের সংখ্যার উপরেও খরচ কমবেশী হবে।
  12. নারী কি একা একা ওমরা করতে পারবে?

    • হ্যা, সৌদি সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক নারী চাইলে একা একা ওমরা করতে পারবে। তবে সাথে মাহরাম কেউ থাকলে নিঃসন্দেহে ওমরার যাবতীয় ইবাদত পালন সহজ হবে।

Looking for the Package detail?

Feel free to send us a message. You will get package details from us within a very short time! In Sha Allah.


Fields with (*) are required.

Our Affiliations ( Flight )
  • kuwait
  • emirates
  • saudia
  • biman
  • qatar
  • Air Arabia Logo
Our Affiliations ( Hotels )
  • raffles
  • inter continental
  • conrad
  • hilton
  • sahaza
  • Hyatt logo