ইসলামের দ্বিতীয় পবিত্র নগরী মদিনা। প্রতিবছর লাখো মুসলিম হজ ও ওমরা পালনের
আগে বা পরে মদিনায় আসেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে সালাম দেন
এবং রওজায় সালাত আদায় করেন। মসজিদে নববীতে ইবাদতের পাশাপাশি হাজিগণ এখানকার
ঐতিহ্যবাহী বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন।
মদিনার ঐতিহ্যবাহী বাজারগুলো ইসলামী পোশাক, সুগন্ধি,
জায়নামাজ, খেজুর, তসবিহসহ নানা পণ্যে সমৃদ্ধ।
মদিনার বাজারগুলো শুধু কেনাকাটার স্থানই নয়; এগুলো ইতিহাস ও সংস্কৃতির
মিলনস্থলও বটে। এখানে আধুনিক শপিংমল ও ঐতিহ্যবাহী সুক বা বাজারের চমৎকার
সমন্বয় দেখা যায়। এই বাজারগুলো হাজীদেরকে ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করে
থাকে। নিচে মদিনার জনপ্রিয় বাজারগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
মদিনার ঐতিহ্যবাহী বাজারগুলোতে আপনি আতর, জায়নামাজ, মিসওয়াক, খেজুর ও তসবিসহ
প্রয়োজনীয় সব পণ্য ক্রয় করতে পারবেন।
১. বিন দাউদ সুপারমার্কেট
বিন দাউদ
মদিনার অন্যতম জনপ্রিয় সুপারমার্কেট। এটি শহরের আল হিলাল এলাকায় অবস্থিত। এটি
একটি আধুনিক সুপারশপ যেখানে নিত্যপ্রয়োজনীয় এবং হজ ও ওমরার সব জিনিসপত্র
পাওয়া যায়।
বিন দাউদ সুপারমার্কেট
২. সুক আল গামামা
সুক আল গামামা মদিনার ঐতিহ্যবাহী একটি বাজার যা
মসজিদে নববীর খুব কাছেই
অবস্থিত। এই বাজারে পাওয়া যায় আরবি পোশাক, সুগন্ধি, জায়নামাজ, তসবিহ এবং
বিভিন্ন ইসলামিক পণ্য।
৩. আল নূর মল
আধুনিক শপিংমল আল নূর মল মদিনা শহরে অবস্থিত। এখানে আন্তর্জাতিক ব্র্যান্ডের
পোশাক, সুগন্ধি, গহনা, ইলেকট্রনিক্স ও খাদ্য সামগ্রী পাওয়া যায়।
৪. আল রাশিদ মল
আল রাশিদ মল, মদিনার আধুনিক শপিংমলগুলোর মধ্যে অন্যতম, এটি কিং আবদুল আজিজ
স্ট্রিটে অবস্থিত। এখানে প্রয়োজনীয় পণ্য কেনাকাটার পাশাপাশি শিশুদের জন্য
বিনোদন করার ব্যবস্থাও রয়েছে।
৫. খেজুর বাজার (সুক আল-তমার)
মদিনার এই খেজুর বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার যেখানে বিশ্বের সবচেয়ে
উন্নতমানের খেজুর পাওয়া যায়। বিশেষ করে আজওয়া খেজুরের জন্য এই বাজার খুবই
জনপ্রিয়।
৬. আল হেজাজ মল
এটি মদিনার অন্যতম আধুনিক শপিংমল। এখানে আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক,
গহনা, ইলেকট্রনিক্স এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়।
আল হেজাজ মল
৭. মাকতাবা দারুস সালাম
মাকতাবা দারুস সালাম মদিনার একটি বিখ্যাত ইসলামিক বইয়ের দোকান, যেখানে কুরআন,
হাদিসের কিতাব, ইসলামী সাহিত্যের বই ও উপহার সামগ্রী পাওয়া যায়।
৮. আল আনসার গোল্ড মার্কেট
এই বাজারটি মদিনার সেরা স্বর্ণের গহনা সংগ্রহস্থল। আল আনসার গোল্ড মার্কেটের
সোনার অলংকার ও অন্যান্য গহনা খুবই জনপ্রিয়।
৯. সুক আল মাদিনা
সুক আল মাদিনা মদিনার ঐতিহ্যবাহী বাজারগুলোর মধ্যে অন্যতম। এখানে পাওয়া যায়
ইসলামী পোশাক, পারফিউম, তসবিহ, জায়নামাজ, হজ ও ওমরার প্রয়োজনীয় জিনিসপত্র।
সুক আল মাদিনা
১০. তারাফিয়া মার্কেট
ঐতিহ্যবাহী এবং আধুনিক বাজারের মিশ্রণে মদিনা শহরে গড়ে উঠেছে তারাফিয়া
মার্কেট। এখানে আপনি আরবি পোশাক, সোনার গহনা, খেজুর ও বিভিন্ন হস্তশিল্পের
সামগ্রী পাবেন।
আপনি কি মদিনায় সফর করার পরিকল্পনা করছেন?
হলি হজ ও ওমরাহ বাংলাদেশের স্বনামধন্য একটি ওমরাহ ট্রাভেল এজেন্সি। আমরা
ওমরাহ ট্রেনিং, ভিসা প্রসেসিং,
বিমানের টিকেট ব্যবস্থা করাসহ ওমরাহ
যাত্রীদের প্রয়োজনীয় সকল পরিষেবা প্রদান করে থাকি। আপনি কি একইসাথে ওমরাহ
পালন ও মদিনার ঐতিহ্যবাহী বাজারগুলো ঘুরে দেখতে চাইছেন? তাহলে এখনই আমাদের কল
করুন 01844-509199 নম্বরে।
Learn about the guidelines for women performing Umrah without a mahram from Bangladesh, including requirements, age limits, and Saudi Arabia's latest rules.