ওমরাহ একটি পবিত্র ইবাদত, যা মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, তওবা ও আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ। এই সফরের প্রতিটি ধাপে দোয়া এবং যিকিরের গুরুত্ব অপরিসীম। ওমরাহ পালনের সময় ওমরার দোয়াগুলো সঠিকভাবে পাঠ করতে পারা একজন মুমিনকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণতা দান করে। এটি স্পষ্ট করে বলা গুরুত্বপূর্ণ যে প্রতিটি ধাপের জন্য কোনও বাধ্যতামূলক দোয়া নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ যেমন বলেছেন -
“তাওয়াফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত কোন যিকির নেই। বরং, একজন হাজী তাওয়াফ করার সময় কুরআন ও সুন্নাহ থেকে যেকোনো দোয়া পাঠ করতে পারেন।” (মাজমু' আল-ফাতাওয়া ২৬/১২২)।
এই ব্লগে আমরা ওমরাহ পালনের সময় বিভিন্ন দোয়ার তালিকা তুলে ধরছি, যা প্রত্যেক ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তির জেনে রাখা উচিত।
অর্থ: যাতে তোমরা যখন তাদের পিঠে স্থির হয়ে বসো, তখন যেন তোমাদের প্রতিপালকের অনুগ্রহের কথা স্মরণ করো আর বলো, মহান ও পবিত্র তিনি যিনি, এগুলোকে আমাদের (ব্যবহারের জন্য) বশীভূত করে দিয়েছেন, আমরা এগুলোকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমাদের অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে ফিরে যেতে হবে। (সুরা যুখরুফ : ১৩-১৪)
এই দোয়া পড়লে সফর সহজ ও নিরাপদ হয়। এটি রাসূল (সা.)-এর একটি সুন্নত।
উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত-তাআম্মাতি মিন শাররি মা খালাক।
অনুবাদ: "আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে সকল অনিষ্ট (যা সৃষ্টি করা হয়েছে) থেকে আশ্রয় প্রার্থনা করছি।" (মুসলিম, হাদিস : ২৭০৮)
→ ইহরাম বাঁধার আগে দোয়া
আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, রাসুল (সা.) হজের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়ে জুলহুলাইফাতে পৌঁছলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। অতঃপর জুলহুলাইফার নিকট যখন উটনী তাকে নিয়ে উঠে দাঁড়াল তখন তিনি তালবিয়া পাঠ করলেন...। (মুসলিম: ১/৩৭৬)
ইহরাম বাঁধার আগে তাসবীহ, তাহলীল এবং তাকবীর পাঠ করা মুস্তাহাব:
অনুবাদ: "হে আল্লাহ, এই ঘরের সম্মান ও গৌরব বৃদ্ধি করুন।"
→ তাওয়াফের সময় দোয়া
তাওয়াফ বা সাঈ করার সময় নির্দিষ্ট দোয়া নির্ধারিত নয়। যে কেউ নিজের ভাষায় অন্তরের অনুভূতি অনুযায়ী কুরআনের আয়াত বা যিকির করতে পারেন। তবে সর্বাধিক পড়া দোয়া হলো:
অনুবাদ: "নিশ্চয়ই! সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম। যে ব্যক্তি হজ্জ বা ওমরা করে তার জন্য এ দুটির মধ্যে হেঁটে যাওয়া পাপ নয়। যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে, আল্লাহ তার পুরস্কার দাতা, আল্লাহ সর্বজ্ঞ।" (আল বাকারা: ১৫৮)
হজ ও উমরাহর পবিত্র সফরে একজন বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন, যারা আপনাকে সঠিক দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করবে। হলি হজ এন্ড ওমরাহ বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হজ ও উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান। আপনার ইবাদতকে সহজ ও সুন্দর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেবাসমূহ:
Explore our 15-day Umrah package from Bangladesh with a country tour. Book your spiritual journey and explore countries like Dubai, Egypt. Call: 01844-509199
Learn about the mosques in Makkah, Saudi Arabia, the heart of Islam. Start your sacred journey with us today. Call now for details and booking assistance!