ওমরাহ পালনের সময় বিভিন্ন দোয়া

ওমরাহ পালনের সময় বিভিন্ন দোয়া

ওমরাহ একটি পবিত্র ইবাদত, যা মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, তওবা ও আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ। এই সফরের প্রতিটি ধাপে দোয়া এবং যিকিরের গুরুত্ব অপরিসীম। ওমরাহ পালনের সময় ওমরার দোয়াগুলো সঠিকভাবে পাঠ করতে পারা একজন মুমিনকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণতা দান করে। এটি স্পষ্ট করে বলা গুরুত্বপূর্ণ যে প্রতিটি ধাপের জন্য কোনও বাধ্যতামূলক দোয়া নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ যেমন বলেছেন -

“তাওয়াফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত কোন যিকির নেই। বরং, একজন হাজী তাওয়াফ করার সময় কুরআন ও সুন্নাহ থেকে যেকোনো দোয়া পাঠ করতে পারেন।” (মাজমু' আল-ফাতাওয়া ২৬/১২২)।

এই ব্লগে আমরা ওমরাহ পালনের সময় বিভিন্ন দোয়ার তালিকা তুলে ধরছি, যা প্রত্যেক ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তির জেনে রাখা উচিত।

ওমরাহ পালনের সময় বিভিন্ন দোয়া এখনই যোগাযোগ করুন

ওমরাহ পালনের প্রয়োজনীয় দোয়াগুলোর তালিকা

ওমরাহ পালনের সময় যে গুরুত্বপূর্ণ দুআগুলো পাঠ করতে হয় তার একটি তালিকা দেওয়া হল -

→ যাত্রার পূর্বে পড়ার দোয়া

সফরের আগে দোয়া করা ইসলামী আদবের একটি অংশ। নিচের দোয়াটি রাসুল (সা.) পাঠ করতেন:

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করছি; আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। (আবু দাউদ: ৫০৯৫)

→ বাহনে চড়ার জন্য দোয়া

لِتَسۡتَوٗا عَلٰى ظُهُوۡرِهٖ ثُمَّ تَذۡكُرُوۡا نِعۡمَةَ رَبِّكُمۡ اِذَا اسۡتَوَيۡتُمۡ عَلَيۡهِ وَتَقُوۡلُوۡا سُبۡحٰنَ الَّذِىۡ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقۡرِنِيۡنَۙ‏ وَاِنَّاۤ اِلٰى رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ‏

উচ্চারণ: লিতাসতাও আলা-জুহুরিহি ছুম্মা তাজকুরু নিঈমাতা রব্বিকুম ইজাসতাওয়াইতুম হালাইহি ওয়া তাকু-লু-সুবহানাল্লাজি সাখখার লানা-ওয়া মা কুন্না লাহু মুকরিনিন।

অর্থ: যাতে তোমরা যখন তাদের পিঠে স্থির হয়ে বসো, তখন যেন তোমাদের প্রতিপালকের অনুগ্রহের কথা স্মরণ করো আর বলো, মহান ও পবিত্র তিনি যিনি, এগুলোকে আমাদের (ব্যবহারের জন্য) বশীভূত করে দিয়েছেন, আমরা এগুলোকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমাদের অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে ফিরে যেতে হবে। (সুরা যুখরুফ : ১৩-১৪)

এই দোয়া পড়লে সফর সহজ ও নিরাপদ হয়। এটি রাসূল (সা.)-এর একটি সুন্নত।

→ ভ্রমণের মাঝপথে কোথাও অবস্থান করতে হলে

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত-তাআম্মাতি মিন শাররি মা খালাক।

অনুবাদ: "আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে সকল অনিষ্ট (যা সৃষ্টি করা হয়েছে) থেকে আশ্রয় প্রার্থনা করছি।" (মুসলিম, হাদিস : ২৭০৮)

ইহরাম বাঁধার আগে দোয়া

→ ইহরাম বাঁধার আগে দোয়া

আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, রাসুল (সা.) হজের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়ে জুলহুলাইফাতে পৌঁছলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। অতঃপর জুলহুলাইফার নিকট যখন উটনী তাকে নিয়ে উঠে দাঁড়াল তখন তিনি তালবিয়া পাঠ করলেন...। (মুসলিম: ১/৩৭৬)

ইহরাম বাঁধার আগে তাসবীহ, তাহলীল এবং তাকবীর পাঠ করা মুস্তাহাব:

سُبْحَانَ اللّٰهِ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، اَللّٰهُ أَكْبَرُ

উচ্চারণ: সুবহানাল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।

অনুবাদ: "সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।" (মুসলিম)

→ ওমরাহ পালনের নিয়ত করার জন্য দোয়া

ইহরাম বাঁধার পর দুই রাকাত নামাজ আদায় করে নিন এবং নিম্নলিখিত নিয়ত করুন:

اللَّهُمَّ إِنِّيْ أُرِيْدُ الْعُمْرَةَ فَيَسِّرْهَا لِيْ وَتَقَبَّلْهَا مِنِّيْ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাহ; ফায়াসির হা লি ওয়া তাকাব্বালহা মিন্নি।

অনুবাদ: "হে আল্লাহ! আমি ওমরা করতে চাই। দয়া করে এটি আমার জন্য সহজ করে দিন এবং ওমরা কবুল করুন।" (মুসলিম ১/৩৭৬)

→ কাবা শরীফ প্রথম দেখার জন্য দোয়া

কাবা শরীফ দেখার পর এই দোয়া তিলাওয়াত করুন:

اَللَّهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَشْرِيفاً وَتَعْظِيماً

উচ্চারণ: আল্লাহুম্মা জিদ হাদ্দা এল-বায়তা তাশরীফান ওয়া তাযিমান।

অনুবাদ: "হে আল্লাহ, এই ঘরের সম্মান ও গৌরব বৃদ্ধি করুন।"

→ তাওয়াফের সময় দোয়া

তাওয়াফ বা সাঈ করার সময় নির্দিষ্ট দোয়া নির্ধারিত নয়। যে কেউ নিজের ভাষায় অন্তরের অনুভূতি অনুযায়ী কুরআনের আয়াত বা যিকির করতে পারেন। তবে সর্বাধিক পড়া দোয়া হলো:

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। [মুসনাদে আহমাদ (৩/৪১১), সহিহ ইবনে হিব্বান (৯/১৩৪)]

জমজম পান করার জন্য দোয়া

→ জমজম পান করার জন্য দোয়া

জাবির রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, 'জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূরণ হবে।' (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩০৬২)

জমজমের পানি পান করার আগে এই দুআটি পড়ুন, তারপর মাথায় অল্প পানি ঢালুন:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمَاً نَافِعَاًً وَرِزْقَاً وَاسِعَاًَ وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিয়ান ওয়া শিফাআন মিন কুল্লি দাঈন। (দারা কুতনি: ৪৬৬)

অনুবাদ: "হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং সকল রোগ থেকে আরোগ্য কামনা করছি।"

→ সাঈর করার জন্য দোয়া

সাফার পাদদেশে একবার এই আয়াতটি পাঠ করুন:

إنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآئِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنَاحَ بَطَمَ وَلَيْهِ أَنْ يَ تَطَوَّعَ خَيْراً فَإنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيْم ‐ نَبْدَأ بِمَا بَدَأ اللَّهُ بِهِ

উচ্চারণ: ইন্না স-সাফা ওয়াল-মারওয়াহ মিন শা'আইরিল্লাহ ফামান হাজ্জাল-বায়তা আও ইতামারা ফালা জুনহা আলাইহি আন ইয়াত্তাওওয়াফা বিহিমা ওয়া মান তাতাওওয়া খাইরান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলীম। নাবদাউ বিমা বাদাআ আল্লাহু বিহি।

অনুবাদ: "নিশ্চয়ই! সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম। যে ব্যক্তি হজ্জ বা ওমরা করে তার জন্য এ দুটির মধ্যে হেঁটে যাওয়া পাপ নয়। যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে, আল্লাহ তার পুরস্কার দাতা, আল্লাহ সর্বজ্ঞ।" (আল বাকারা: ১৫৮)

আপনার উমরাহ সফরের বিশ্বস্ত সঙ্গী: হলি হজ এন্ড ওমরাহ

হজ ও উমরাহর পবিত্র সফরে একজন বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন, যারা আপনাকে সঠিক দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করবে। হলি হজ এন্ড ওমরাহ বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হজ ও উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান। আপনার ইবাদতকে সহজ ও সুন্দর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেবাসমূহ:

  1. ভিসা প্রক্রিয়াকরণ
  2. হোটেল বুকিং
  3. জিয়ারত ট্যুরস
  4. ফ্লাইট
  5. হজ প্রশিক্ষণ
  6. ওমরাহ প্রশিক্ষণ

আপনার কাস্টমাইজড এবং সাশ্রয়ী মূল্যের হজ এবং ওমরাহ প্যাকেজের বুকিংয়ের জন্য আজই ০১৮৪৪৫০৯১৯৯ নম্বরে কল করুন এবং হলি হজ এন্ড ওমরাহকে আপনার বিশ্বস্ত অংশীদার হিসেবে বেছে নিন।

ওমরাহ পালনের দোয়া সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

না, নির্দিষ্ট দোয়া আবশ্যক নয়, তবে পবিত্র কুরআন ও হাদীস থেকে প্রমাণিত দোয়াগুলো পড়া উত্তম।

ইহরাম গ্রহণের আগে তাসবীহ, তাহলীল এবং তাকবীর পড়া মুস্তাহাব। যেমন: “সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।”

হ্যাঁ, যার পক্ষে আরবি সম্ভব না, তিনি বাংলা ভাষায় অন্তরের আবেগ নিয়ে দোয়া করতে পারেন।

ইহরাম গ্রহণের পূর্বে তাকবীর, তসবীহ ও তাহলীল বলা সুন্নত। এছাড়া ‘লাব্বাইকা আল্লাহুম্মা উমরাহ’ বলা উত্তম।

হলি হজ এন্ড ওমরাহ পূর্ণাঙ্গ হজ ও ওমরাহ প্যাকেজ, ভিসা, হোটেল বুকিং, টিকিট, গাইডিং, ট্রেনিং এবং যাত্রী সহায়তা সেবা প্রদান করে।

Our Affiliations ( Flight )
  • kuwait
  • emirates
  • saudia
  • biman
  • qatar
  • Air Arabia Logo
Our Affiliations ( Hotels )
  • raffles
  • inter continental
  • conrad
  • hilton
  • sahaza
  • Hyatt logo