প্রতি বছরের মতোই হজে যেতে সর্বোচ্চ খরচ কত হবে তা সরকার নির্ধারণ করে দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় ! বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ এর পাশাপাশি অতিরিক্ত আরো যে খরচগুলো যোগ হতে পারে তা হলো, খাওয়া-বাড়ি ভাড়া, যাতায়াত। ইত্যাদি সহ আরো কিছু আনুসঙ্গিক খরচ যোগ করে সংশ্লিষ্টরা বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করতে পারবেন।
সর্বশেষ ২০১৯ সালের হিসেব মতে বিভীন্ন সুযোগ সুবিধা (হোটেল, খাবার, কুরবানি, ট্রান্সপোর্টেশন, ম্যাডিকেল ফ্যাসিলিটি ইত্যাদিসহ) এই খরচ ছিলো কমবেশি ৩,৫০,০০০.০০ টাকা থেকে ৭,৫০,০০০০.০০ টাকা